সুইজারল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলা
সুইজারল্যান্ডের জুরিখে একটি মসজিদে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় নামাজরত তিন মুসল্লি আহত হয়েছেন। আহত দুইজনের অবস্থা আশংকাজনক।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, নগরীর প্রধান রেল স্টেশনের সামনের একটি মসজিদে সোমবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারী সন্ত্রাসীর আনুমানিক বয়স ৩০ বছর। গুলি চালানোর পর সে পালিয়ে যায়।
তবে ঠিক কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা বলতে পারেনি পুলিশ।
৮৩ লক্ষ জনগণের দেশটির প্রায় দুই-তৃতীয়াংশই খ্রীষ্টান। তবে দেশটিতে অস্থিরতা বেড়ে যায় যখন মুসলমানের সংখ্যা ৫ শতাংশ বেড়ে যায়।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন