দক্ষিণ চীন সাগর থেকে নিয়ে যাওয়া মার্কিন ড্রোন ফেরত দিয়েছে চীন
আটক করা মার্কিন ড্রোনটি ফেরত দিয়েছে চীন। মঙ্গলবার সুবিক বে থেকে ৯২ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে এটি ফেরত দেওয়া হয়।
বিবিসির খবরে বলা হয়, চীনের এই ড্রোনটি আটকের ঘটনায় দুই পরাশক্তির মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল। বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগর থেকে ড্রোনটি নিয়ে যায় চীন।
চীন দাবি করে এটি তাদের সমুদ্র এলাকায় প্রবেশ করেছিল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয় চীন আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের গবেষণা কাজে ব্যবহৃত ড্রোনটি আটক করে।
এদিকে ড্রোন ফেরতের ঘটনাকে দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় নির্বিঘ্নে গবেষণা কাজ করার ইঙ্গিত বলেই ভাবছেন মার্কিন কর্তৃপক্ষ। এটি দিয়ে আবারও গবেষণা চালিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে চীনের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানান, বন্ধুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে ড্রোন হস্তান্তরের পথ সুগম হয়।
প্রসঙ্গত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের সমুদ্রসীমা নিয়ে বিরোধ অনেক আগে থেকেই চলে আসছে। এরমধ্যে ড্রোন আটকের ঘটনায় নতুন বিতর্কের জন্ম হয়। মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় জানিয়েছিলেন, চীন সেটি চুরি করেছে। আর চুরি করা জিনিস তাদের ফেরত দেওয়ার দরকার নেই।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন