৫৫ মিলিয়ন ডলারের মাদক বাজেয়াপ্ত, ৩ সন্দেহভাজন ফেন্টানাইল পাচারকারী গ্রেফতার
মোদিকে মমতার 'ওপেন চ্যালেঞ্জ'
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেফতারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহের প্রতি 'ওপেন চ্যালেঞ্জ' জানিয়েছেন।মোদিকে মমতার 'ওপেন চ্যালেঞ্জ' সারদা চিটফান্ড কেলেঙ্কারির ঘটনায় শুক্রবার রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে গ্রেফতারের পর সংবাদকর্মীদের সামনে তিনি এ চ্যালেঞ্জ জানান। খবর-টাইমস অব ইন্ডিয়া ভারতের বর্তমান পরিবেশকে 'জরুরী অবস্থার' সঙ্গে তুলনা করে মমতা বলেন, 'আমি নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আমাকে গ্রেফতারের চ্যালেঞ্জ জানাচ্ছি। এটি একটি ওপেন চ্যালেঞ্জ।'সিবিআই'র জিজ্ঞাসাবাদে যাওয়ার আগে মদন মিত্র তার পদত্যাগপত্র দিয়ে গেলেও মদন মিত্র এখনো মন্ত্রী আছেন বলে জানান তৃণমূল কংগ্রেস নেত্রী।মমতা বলেন, 'মদন সিবিআই অফিসে যাওয়ার আগে পদত্যাগপত্র দিয়ে গেছেন। তবে আমি তার পদত্যাগপত্র গ্রহণ করিনি। আমরা তার পরিবর্তে কাউকে নিয়োগ দেব না। তিনি পরিবহনমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন। এটি আমাদের চ্যালেঞ্জ।' সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'নতুন একটি যুদ্ধ শুরু হয়েছে। নরেন্দ্র মোদির পুলিশ ও অমিত শাহের গুন্ডাদের আমাকে গ্রেফতার করতে বলুন।'
শেয়ার করুন