সুদানের জন্য বাংলাদেশ থেকে ৮৫০ জন শান্তিরক্ষী চেয়েছে জাতিসংঘ
বাংলাদেশ থেকে সুদানের জন্য ৮৫০ জন শান্তিরক্ষী চেয়ে পাঠিয়েছে জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের কাছে লেখা এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ মিশনের মুখপাত্র নূর ইলাহী মিনা জানান, যত দ্রুত সম্ভব শান্তিরক্ষীদের পাঠানোর প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।
অক্টোবরে দক্ষিণ সুদানে অভিযান চালানোর জন্য ২৬০ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে পাঠানোর অনুরোধ করেছিল।
আফ্রিকান দেশটির ওয়াহ অঞ্চলে নতুন দলটিকে মোতায়েন করা হবে।
বর্তমানে দেশটিতে ১২৩টি দেশের এক লাখ ৯৫ হাজার পুরুষ ও মহিলা সৈন্য শান্তি রক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছে। এর মধ্যে ৬ হাজার ৭৭২ জন বাংলাদেশের। এর মধ্যে ১৯৬ জন মহিলা।
বাংলাদেশ থেকে দেশটিতে নতুন শান্তিরক্ষীরা গেলে এই সংখ্যা ৭,৮৮২ এ দাঁড়াবে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন