ট্রাক বোমা হামলায় বাগদাদে নিহত ৮০
ইরাকের রাজধানী বাগদাদের একটি পেট্রোল স্টেশনে ট্রাক বোমা হামলায় কমপক্ষে ৮০ ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ব্যক্তিদের অধিকাংশই ইরানের শিয়া সম্প্রদায়ের বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাগদাদের দক্ষিণাঞ্চলীয় গ্রাম সোমালিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ বোমা হামলার ঘটনা ঘটেছে।
এ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামপন্থী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস।
বার্তা সংস্থা এএফপিকে বাগদাদ পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, ‘হামলার সময় শিয়া ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের বহনকারী ৭টি বাস ওই পেট্রোল স্টেশনে অবস্থান করছিল।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন