ডোমিনিকান রিপাবলিকে নিখোঁজ সুদিক্ষা কোনানকির সন্ধানে জোর তল্লাশি চলছে
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ২৪০ শরণার্থীর মৃত্যু
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ২৪০ জন শরণার্থীর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের বিষয়ক শরণার্থী সংস্থার মুখপাত্র কারলোত্তা সামি জানিয়েছেন, লিবিয়া উপকূলে শরণার্থী বোঝাই দুটি নৌকা ডুবে গেছে। প্রথমটি থেকে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। এ নৌকাটিতে থাকা আরো ১২০ যাত্রীর মৃত্যু হয়েছে। পৃথক অভিযানে সাগরে সাতাররত অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়েছে। পরে তারা উদ্ধারকারীদের জানিয়েছেন, ওই নৌকাটিতে থাকা ১২০ জনের সবার মৃত্যু হয়েছে। নৌকার অধিকাংশ যাত্রী আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে আসা।
তিনি জানান, যাদের জীবিত উদ্ধার করা গেছে, তাদেরকে ইতালির ল্যাম্পেদুসাতে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার সম্ভব হয়নি।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র লিওনার্দো ডয়েল জানিয়েছেন, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ আসার চেষ্টাকালে ৪ হাজার ২০০ শরণার্থীর মৃত্যু হয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন