ডোমিনিকান রিপাবলিকে নিখোঁজ সুদিক্ষা কোনানকির সন্ধানে জোর তল্লাশি চলছে
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রিসাইকেল প্লান্টে ভয়াবহ আগুন
বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে
ভয়াবহ আগুন লেগেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি রিসাইকেল প্লান্টে। সেখানে ব্যাপক কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। কাছাকাছি সড়কে যানযট তৈরি হয়েছে । কয়েক মাইল দূর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেট এন্ড বোন ভিউ এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের কারনে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে ব্যাপক যানজট । আগুন অন্টারিও বিমান বন্দরের নিকট ছড়িয়ে পড়েছে। তবে কোন ফ্লাইট বাতিল করা হয়নি।
কোন ধরনের সামগ্রী সেখানে রিসাইকেল করা হতো তা নিশ্চিত করে জানা যায়নি। তবে আশেপাশে এলাকায় একপ্রকারের জ্বালানী জলতে দেখা গেছে। সেখানে অনেক ট্রাক আগুনের শিখায় জলতে দেখা গেছে। অনেক বাড়ি ঘর আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন