ডোমিনিকান রিপাবলিকে নিখোঁজ সুদিক্ষা কোনানকির সন্ধানে জোর তল্লাশি চলছে
ভারতকে দ্বিতীয় ডুবোজাহাজ দিচ্ছে রাশিয়া
রাশিয়া আরো একটি পরমাণু ডুবোজাহাজ দিচ্ছে ভারতকে।
ডুবোজাহাজ নিতে ভারতকে দিতে হবে প্রায় ২ বিলিয়ন ডলার।
ভারতের গোয়ায় ১৫ অক্টোবর অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে পার্শ্ব বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকের সময় পরমাণু ডুবোজাহাজ বিষয়ে দুই নেতা চুক্তি করেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দেশটির সরকার।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে সরাসরি নির্দেশনা আসায় প্রতিরক্ষা মন্ত্রণালয় বা নৌ বাহিনীর পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রাশিয়ার দৈনিক ভেদেমোস্তি পত্রিকায় কলাম লেখক অ্যালেক্সি নিকোলস্কি এ বিষয়টি প্রকাশ করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে তিনি লিখেছেন, গোয়ায় রাশিয়ার সঙ্গে ভারতের একটি চুক্তি হয়েছে, যার বলে ভারত আরো একটি সাবমেরিন পাবে।
তিনি আরো জানান, ২০২০-২১ সালের মধ্যে ভারতের জলসীমায় আসবে আকুলা-২ শ্রেণির এ ডুবোজাহাজ।
২০১২ সালে রাশিয়ার কাছ থেকে প্রথম ডুবোজাহাজ পায় ভারত।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন