আপডেট :

        পার্টি না করার সিদ্ধান্ত আরিয়ানের

        কমলো স্বর্ণের দাম

        পোপকে শ্রদ্ধা জানাতে বাসিলিকায় প্রধান উপদেষ্টা

        তরল সোনাযুক্ত পোশাক পরা ব্যক্তি আটক

        ‘আরেক সরকার’ গড়ে তুলেছে জলদস্যুরা

        পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

        জুনে উদ্বোধন হচ্ছে লস এঞ্জেলেসের এলএএক্সগামী বহুল প্রতীক্ষিত মেট্রো ট্রেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়ছে

        অ্যালঝেইমার আক্রান্ত নারীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত

        বিষাক্ত বর্জ্য ফেলার দায়ে $৩০,০০০-এর বেশি জরিমানায় দণ্ডিত ক্লিনিং ব্যবসার মালিক

        লস এঞ্জেলেসের ইমিগ্রেশন অ্যাটর্নি পেলেন যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

        শান্তির বিনিময়ে ভূখণ্ড ছাড়তে হতে পারে: বিবিসিকে কিয়েভের মেয়র ক্লিটস্কো

        জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এখন ক্যালিফোর্নিয়া

        নিউ জার্সির কিশোরের বিরুদ্ধে ভয়াবহ দাবানল লাগানোর অভিযোগ

        ভিক্টরভিলে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু, সন্দেহভাজন এখনও অধরা

        ক্যালিফোর্নিয়ায় বিষাক্ত শৈবালে মৃত্যুর মুখে তিমি, ডলফিন ও সী সিংহ

        ৭-ইলেভেন স্টোরে সশস্ত্র ডাকাতি, কিশোর সহ তিনজন গ্রেফতার

        রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে নিহত অন্তত ৮, আহত ৮০-এর বেশি

        থাউজ্যান্ড ওক্সে গ্যাং-সম্পর্কিত হামলায় পাঁচ কিশোর গ্রেফতার

        দুই গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন কার্লোস গঞ্জালেজ, পলাতক ঘাতক চালকের খোঁজে পুলিশ

শান্তির বিনিময়ে ভূখণ্ড ছাড়তে হতে পারে: বিবিসিকে কিয়েভের মেয়র ক্লিটস্কো

শান্তির বিনিময়ে ভূখণ্ড ছাড়তে হতে পারে: বিবিসিকে কিয়েভের মেয়র ক্লিটস্কো

ছবিঃ এলএবাংলাটাইমস

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র এবং সাবেক বক্সিং চ্যাম্পিয়ন ভিতালি ক্লিটস্কো বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে। তিনি এ মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বিবিসি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কথাও উল্লেখ করেন।

বিবিসির প্রশ্নের জবাবে ক্লিটস্কো বলেন, "একটি সম্ভাব্য দৃশ্যপট হচ্ছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়া। এটা ন্যায্য নয়, কিন্তু সাময়িক শান্তির জন্য হয়তো এটা একটি সমাধান হতে পারে।"

তবে ৫৩ বছর বয়সী এই রাজনীতিবিদ জোর দিয়ে বলেন, ইউক্রেনের জনগণ কখনও রাশিয়ার দখল মেনে নেবে না।

এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন রাশিয়া কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে অন্তত ১২ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছেন। এটি সাম্প্রতিক মাসগুলোর মধ্যে কিয়েভে অন্যতম প্রাণঘাতী হামলা।

ক্লিটস্কো বর্তমানে ইউক্রেনের সবচেয়ে শীর্ষস্থানীয় রাজনীতিকদের একজন যিনি প্রকাশ্যে বললেন যে, দেশটির হয়তো ভূখণ্ড ছাড়তে হতে পারে — যদিও তা "সাময়িক"।

তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেই পরিচিত এবং একাধিকবার অভিযোগ করেছেন যে, প্রেসিডেন্ট ও তার দল কিয়েভ প্রশাসনের কর্তৃত্ব খর্ব করার চেষ্টা করছেন।

ক্লিটস্কো জানান, কিয়েভকে রক্ষা করাই এখন তার মূল দায়িত্ব এবং এটি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের "হৃদয়"। তিনি বলেন, জেলেনস্কি হয়তো একটি "বেদনাদায়ক সিদ্ধান্ত" নিতে বাধ্য হবেন শান্তি আনার জন্য।

তবে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে জেলেনস্কির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ক্লিটস্কো বলেন, "না। প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই এটা করেন। এটা আমার কাজ নয়।"

সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে প্রকাশ্য মতবিরোধের প্রেক্ষিতে ক্লিটস্কো বলেন, এমন গুরুত্বপূর্ণ বিষয় "ক্যামেরার সামনে নয়, আড়ালে" আলোচনা করাই ভালো।

এর আগে ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি শান্তি আলোচনায় বাধা দিচ্ছেন কারণ তিনি ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ট্রাম্প বলেন, “ক্রিমিয়া তো বহু আগেই হারিয়ে গেছে,” এবং এটি “রাশিয়ার সঙ্গেই থাকবে।”

জবাবে জেলেনস্কি স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে ট্রাম্পের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ঘোষণা দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র রাশিয়ার ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেয় না।

BBC-কে দেয়া সাক্ষাৎকারের পর ক্লিটস্কো বলেন, তিনি নতুন কিছু বলেননি। বহু বিশ্বনেতা এবং সংবাদমাধ্যম এই সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করছে।

তিনি আরও বলেন, “ভূখণ্ড ছাড়ের প্রস্তাব আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী, এবং আমরা এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ব। এর জন্য আমাদের এবং ইউরোপীয় অংশীদারদের অসাধারণ প্রচেষ্টা দরকার।”

এই আলোচনা চলাকালে রাশিয়ার হামলা থেমে নেই। বৃহস্পতিবারের হামলায় কিয়েভে ১২ জন নিহত হয়েছেন। বিবিসির রিপোর্টাররা একটি শিশুর মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হতে দেখেন, পাশে মানুষ নীরবে কাঁদছিলেন।

একজন শিক্ষিকা স্বেতলানা বলেন, “যারা ভাবেন পুতিন ক্রিমিয়া পেলে থেমে যাবেন, তারা রাশিয়ানদের চিনে না। সে থামবে না।”

অন্যদিকে, ওলহা নামে এক নারী যিনি ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে টেনে বের করতে সাহায্য করেছিলেন — যাদের মধ্যে পাঁচজন মারা গেছেন — বলেন, "এখন মনে হয় এখান থেকে সরে যাওয়াই ভালো, কারণ আমাদের সামনে ভালো কিছু নেই।"

তিনি আরও বলেন, “জেলেনস্কি একজন কমেডিয়ান ছিলেন, তার উচিত ছিল সেই অবস্থানেই থাকা।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত