ক্যাম্পে হামজাকে রাজকীয়ভাবে বরণ
সোমবার ইংল্যান্ড থেকে সিলেট আসা। ছোটখাটো সংবর্ধনার পর হামজা চৌধুরীকে রাজকীয়ভাবে বরণ করে নেন তাঁর নিজের গ্রাম হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটের মানুষ। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল রাতে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ দলের ক্যাম্প যোগ দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের এ ডিফেন্ডার। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ক্যাম্পে থাকা ফুটবলাররা বরণ করে নেন ইংলিশ প্রবাসী এ ফুটবলারকে। হামজাসহ জাতীয় দলে এখন চার প্রবাসী। আগে থেকেই ছিলেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম। ইতালিয়ান প্রবাসী ফাহামিদুল ইসলামকে ভারত ম্যাচের পরিকল্পনায় কোচ ক্যাবরেরা না রাখায় সৌদি আরব থেকে ইতালি চলে যান তিনি।
বাংলাদেশের ফুটবলার হিসেবে এইবার হবিগঞ্জে এলেও আগে থেকেই নিজের গ্রামের মানুষের প্রতি হামজার টান ছিল। তাই তো গতকাল মঙ্গলবার ঢাকায় যাওয়ার আগে স্নানঘাটের কিছু লোকের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন তিনি। এলাকার দেড় শতাধিক মানুষের মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন। এই সময় হামজার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরীসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন