পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের দেখা
মস্কোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করেছেন।
শুক্রবার (১৪ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সৌদি আরবে চলতি সপ্তাহে মার্কিন-ইউক্রেন আলোচনার ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদানের জন্য উইটকফ রাশিয়ায় আসেন।
মঙ্গলবার জেদ্দায় বৈঠকের পর ওয়াশিংটন ও কিয়েভ যৌথ বিবৃতিতে ইউক্রেন-রাশিয়া ৩০ দিনের যুদ্ধবিরতির কথা জানায়। এরপর কিয়েভের সঙ্গে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি পুনরায় শুরু করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
রুশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার শীর্ষ সরকারি কর্মকর্তাদের কাছে নতুন প্রস্তাবের বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য উইটকফ ব্যক্তিগতভাবে মস্কো ভ্রমণ করেন। তবে মস্কো এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
দিমিত্রি পেসকভ বলেন, পুতিন দূতকে 'প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বার্তা এবং অতিরিক্ত সংকেত' পাঠিয়েছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন