ক্যাথলিক পোপ ফ্রান্সিসের নিউমোনিয়া ধরা পড়েছে
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের দুটি ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। তার শারীরিক অবস্থা এখন আরও জটিল।
৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস এক সপ্তাহের বেশি সময় ধরে শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন। গত ১৫ ফেব্রুয়ারি তাকে রোম জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল মঙ্গলবার বিকালে বুকের সিটি স্ক্যানে দুই পাশেই নিউমোনিয়ার সূত্রপাত দেখা গেছে। ল্যাব টেস্ট, বুকের এক্স-রে এবং ক্লিনিক্যাল অবস্থা ইঙ্গিত দেয়, পোপের অবস্থা 'এখনো সঙ্কটজনক'। তাকে অতিরিক্ত থেরাপি নিতে হবে।
ভ্যাটিকানের পক্ষ থেকে বলা হচ্ছে, তবে পোপ এখনো 'ভালো মেজাজে' আছেন। তিনি বই পড়ে, বিশ্রাম নিয়ে এবং প্রার্থনা করে দিন কাটান।
পোপ ফ্রান্সিস শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার জন্য প্রার্থনা করতে বলেছেন।
রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে ১২ বছর দায়িত্ব পালনকালে ২০২৩ সালের মার্চসহ আর্জেন্টিনায় বহুবার হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন