শুক্রবার আবারও লস এঞ্জেলেসে বৃষ্টি, তবে সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকবে
জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর রোববার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ৫৩ বছর, মহান বিজয় দিবস। যুক্তরাষ্টের জর্জিয়া প্রবাসী বাংলাদেশিরা যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার উদ্যোগে ১৭ ডিসেম্বর সোমবার স্থানীয় গ্লোবাল মল অডিটোরিয়ামে বিজয় মেলা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৫ টা থেকে রাত ন’টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। অনুষ্ঠানে জর্জিয়া প্রবাসী সকল বাংলাদেশিদের অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে বলা হয়েছে ।
১৫ ডিসেম্বর রবিবার জর্জিয়া আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরায় সন্ধ্যে ৭ টায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এছাড়া ঐ একই দিনে সেবা বাংলা লাইব্রেরির উদ্যোগে সন্ধ্যে ৬টায় তার নিজস্ব কার্যালয়ে দেশাত্ববোধক গান আর কবিতা পাঠের আসর নিয়ে এক অনুষ্ঠান মালার আয়োজন করছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন