লেবাননে বিস্ফোরণের পর ইরানের যোগাযোগ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ
হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের পর যোগাযোগ ডিভাইস ব্যবহারে সতর্ক অবস্থান নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। গত সপ্তাহে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর পেজার এবং অন্যান্য যোগাযোগ ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে ইরানে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেন, শুধু যোগাযোগ সরঞ্জাম নয়, সব ডিভাইস পরীক্ষা করতে বিপ্লবী গার্ড বড় আকারের অভিযান চালাচ্ছে। যদিও তাদের ডিভাইসের বেশিরভাগই দেশে তৈরি অথবা চীন ও রাশিয়া থেকে আমদানি করা।
কর্মকর্তা জানান, ইসরায়েলের বেতনভুক্ত ইরানিসহ ইসরায়েলি এজেন্টদের অনুপ্রবেশের বিষয়ে ইরান উদ্বিগ্ন। বিপ্লবী গার্ডের মধ্য ও উচ্চপদস্থ সদস্যদের লক্ষ্য করে কর্মীদের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, কর্মকর্তাদের ইরান ও বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট, ভ্রমণ ইতিহাস এবং তাদের পরিবারের অ্যাকাউন্টও খতিয়ে দেখা হবে।
রয়টার্সকে দেওয়া নিরাপত্তা কর্মকর্তাদের মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার হিজবুল্লাহর শক্ত ঘাঁটিজুড়ে পেজার ডিভাইসের বিস্ফোরণ ঘটে পরদিন বুধবার হিজবুল্লাহর শত শত ওয়াকিটকি বিস্ফরিত হয়। এসব হামলায় ৩৯ জন নিহত ও তিন হাজারের বেশি মানুষ আহত হন।
লেবানন ও হিজবুল্লাহ বলছে, এ হামলার পেছনে ইসরাইলের হাত রয়েছে। যদিও ইসরায়েল জড়িত থাকার কথা অস্বীকার বা নিশ্চিত করেনি।
এক লাখ ৯০ হাজার সেনার সমন্বয়ে গঠিত ইরানের বিপ্লবী গার্ড এখন কীভাবে যোগাযোগব্যবস্থা অব্যাহত রেখেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান দেশটির নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, আপাতত আমরা মেসেজিং সিস্টেমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করছি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন