ডব্লিউইউএসটি পরিদর্শনঃ বিশপ সুব্রত ও সিস্টার শিখা গমেজ
বাংলাদেশ থেকে আগত ঢাকা মহা ধর্মপ্রদেশের নতুন সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ ও হলিক্রস কলেজের অধ্যক্ষা সিস্টার শিখা গোমেজ, দি সেন্ট্রাল অব খ্রিষ্টান কো-অপারেটিভ এর ইমোশনাল এর চেয়ারম্যান পঙ্কজ গিলবার্ট কস্তা, বিপুল এলিট গনছালভেস, রেজিস্টার নার্স প্রভাতী সিসিলিয়া রোজারিও, ফাদার শীতল হিউবার্ট রোজারিও, সুবীর কাস্মীর পেরেরা,সিএসসি ও জয়ন্তী রোজারি ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি) পরিদর্শন করেন। গত ২১ জুলাই ভার্জিয়ার আলেক্সজান্ড্রিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড আবু বক্কর হানিফ। এছাড়াও উপস্তির ছিলেন বিশ্ববিদ্যালয়ে ভিবিন্ন ডিপার্টমেন্ট এর অভিজ্ঞজন। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে পরিচিতি পর্ব এবং বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম তুলে ধরা হয়। চ্যান্সেলর ড আবু বক্কর হানিফ কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করে এই স্বপ্নের বিশ্ববিদ্যালয় গড়েছেন তার তুলে ধরেন। আলোচনায় আরো অংশ নেয় বিশপ সুব্রত বনিফাস গমেজ, সিস্টার শিখা গোমেজ ও পঙ্কজ গিলবার্ট কস্তা। তারা জানতে চান কিভাবে অল্প খরচে আরো বেশি ছাত্র-ছাত্রী এখানে উচ্চতর ডিগ্রি নিতে পারেন? প্রশ্নের উত্তরে মি হানিফ বলেন, ৩০% স্কলারশিপ নিয়ে একজন ছাত্র/ছাত্রী এখানে ভর্তি হতে পারেন। চাকরির ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় সবাইকে সহযোগিতা করে থাকেন। তিনি বলে যে পর্যন্ত আমেরিকার টেকনোলজি কাজে দুই হাজার প্রশিক্ষণার্থীকে কাজ দিয়েছেন। আলোচনা শেষে মি হানিফ বিল্ডিং এর প্রতিটি ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখান। উল্লেখ্য প্রথম কোন বাংলাদেশি-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২১ সালে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। যার উদ্বোধন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই বছরে ব্যবধানে পররাষ্ট্রমন্ত্রীকে আবারো পেয়ে আবেগ আপ্লুত ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপ। অল্প সময়ের পথচলায় এই বিশ্ববিদ্যালয়ের অর্জনে যে সব নতুন পালক যোগ হয়েছে তিনি তা পররাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরেন। জানান তিনশো থেকে ডব্লিউইউএসটির শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় ১৫শ। তার মাঝে ৬শর মত বাংলাদেশি স্টুডেন্ট। জুলাই থেকে নিজেদের নতুন ক্যাম্পাসে শুরু হতে যাচ্ছে কার্যক্রম। যোগ হবে নার্সি, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ডেটাসায়েন্সসহ নতুন কিছু প্রোগাম।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন