হুতি ঘনিষ্ঠ জাহাজ ফার্মের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
হুতি কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি পণ্য চীনে স্থানান্তরে সহায়তা করার অভিযোগে একটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধিত বিষ্ণু ইনকর্পোরেটেড ফার্মের বিরুদ্ধে এই পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেছে, এর একটি জাহাজ ‘অবৈধ চালানে’ জড়িত।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কিউএফ ও হুতিদের আর্থিক সহায়তাকারী সাইদ আল-জামালের সমর্থনে এই কার্গো পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, আমরা আইআরজিসি-কিউএফ এবং হুতিদের মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এবং আরও সন্ত্রাসী হামলার অর্থায়নের প্রচেষ্টা ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
লোহিত সাগরের শিপিং লেনে হুতিদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র যখন চাপ দিচ্ছে তখন এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন