৫৫ মিলিয়ন ডলারের মাদক বাজেয়াপ্ত, ৩ সন্দেহভাজন ফেন্টানাইল পাচারকারী গ্রেফতার
হংকংয়ে পার্লামেন্টের বাইরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
আবারো উত্তাল হয়ে উঠেছে হংহং। পুলিশ-বিক্ষোভকারীর সংঘর্ষে উত্তাল হংকং৷ বুধবার সকালে বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা চালালে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়৷
লেজিসলেটিভ কাউন্সিল ভবনের দরজা ভাঙতে লোহার ব্যারিকেড নিয়ে আসে বিক্ষোভকারীরা৷ কেউ কেউ পার্লামেন্টের ভিতর ঢুকে পড়ে বলেও খবর৷ পরে লঙ্কার গুঁড়ো স্প্রে করে বের করে আনা হয় তাদের৷মঙ্গলবার রাতেও পার্লামেন্টে পার্লামেন্টে ঢোকার চেষ্টা চালিয়েছিল বিক্ষোভকারীরা৷ ব্যর্থ হওয়ার পর বুধবার সকালে ফের হামলা চালায় তারা৷প্রসঙ্গত, বিক্ষোভ ক্যাম্প থেকে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভকারীদের একাংশকে সরানোর পরই শুরু হয় আন্দোলন৷ প্রসঙ্গত, পূর্ণ গণতন্ত্রের দাবিতে গত আট সপ্তাহ ধরে তিনটি প্রধান দফতর দখল করে রেখেছে আন্দোলনকারীরা৷ শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যে যে এখনও ভয়াবহতা লুকিয়ে রয়েছে এদিনের ঘটনা থেকে আরও একবার স্পষ্ট হয়ে উঠল৷
শেয়ার করুন