দ্রুত মিশর ও জর্ডান ছাড়ার নির্দেশ ইসরায়েলিদের
ইসরায়েলিদের দ্রুত মিশর ও জর্ডান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ভ্রমণ করা থেকেও তাদের বিরত থাকতে বলা হয়েছে।
গাজা সংঘাতকে কেন্দ্র করে এই নির্দেশনা দেওয়া হয়।
শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল মিশর ও জর্ডান ভ্রমণে চার মাত্রার সতর্কতা জারি করেছে। এছাড়াও এইসব দেশ ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সাথে যারা ওই দেশে অবস্থান করছেন তাদেরও দ্রুত সরে আসতে বল হচ্ছে।
মরক্কোর জন্য ‘৩’ নম্বর সতর্কতা জারি করে বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধ থামা পর্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত মরক্কোয় ভ্রমণের কোনো প্রয়োজন নেই।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন