ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি সরকার গঠন
ইসরায়েল সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ন্যাশনাল ইউনিটির নেতা বেনি গ্যান্টজের বৈঠকের পর দেশটি ‘জরুরি সরকার’ গঠন করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকটি আধা ঘণ্টা স্থায়ী হয়। পরে লিকুদ এবং জাতীয় ঐক্যের প্রতিনিধিত্বকারী আইনপ্রণেতারা বিষয়টির বিস্তারিত চূড়ান্ত করতে কাজ শুরু করেন।
চুক্তির অংশ হিসেবে গ্যান্টজ এবং দলের সহকর্মী গাদি আইজেনকোট মন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেবেন।
শনিবার সকালে ইসরায়েলে ব্যাপক হামলার পর নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর থেকে ইসরায়েলে জরুরি সরকারের ব্যাপক আহ্বান উঠেছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন