‘বিস্মিত এবং মর্মাহত’ জাতিসংঘ
ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে বর-কনেসহ এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে আহত হয়েছেন দেড় শতাধিক। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
ইরাকের জাতিসংঘ মিশন খুদে বার্তার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটারে) এক টুইটে বলেছে, আগুনে ব্যাপক প্রাণহানি এবং আহত হওয়ার কারণে তারা ‘বিস্মিত এবং মর্মাহত’।
টুইটে আরও বলা হয়, বিশাল ট্র্যাজেডি। যারা প্রিয়জনদের হারিয়েছে তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
উল্লেখ্য, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিয়ের এই আয়োজনে হাজারখানেক অতিথি ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন