বিশ্বে খাদ্যের দাম দুই বছরের মধ্যে সর্বনিম্ন
ছবি: এলএবাংলাটাইমস
বিশ্বের প্রধান খাদ্য পণ্যগুলোর দাম গত দুইবছরের ও বেশি সময়ের মধ্যে এখন সর্বনিম্ন।জাতিসংঘের খাদ্য ও কৃষিসংস্থার (এফএও) আগস্টের সূচক এমন তথ্যই দিচ্ছে।সংস্থাটির খাদ্য মূল্যসূচক আগস্টে ১২১ দশমিক ৪ এ নেমে এসেছে, যা গত মাসে ছিল ১২৪ পয়েন্ট।
এর আগে ২০২২ সালের মার্চে খাদ্য সূচক সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল। সেই তুলনায় আগস্টে সার্বিক সূচক ২৪ শতাংশ কমেছে। দুগ্ধজাত পণ্য, তেলবীজ, মাংস, দানাজাতীয় খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের খাবারের দামই কমেছে।
ইউক্রেন-রাশিয়ার মধ্যে শস্যচুক্তি বাতিল হওয়ার পরও গম বা ভুট্টার বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েনি। ব্রাজিলের উদ্বৃত্ত উৎপাদন আর যুক্তরাষ্ট্রে ফসল তোলার সময় ঘনিয়ে আসায় এই দুই খাদ্যের দামই বরং কমেছে। ভোজ্য তেলের দাম কমেছে তিন দশমিক এক শতাংশ। আর দুগ্ধজাত পণ্যের দাম চার শতাংশ কমেছে।
তবে ব্যতিক্রম চালের বাজার। ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে এর দাম ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জুলাই মাসের তুলনায় আগস্টে চালের দাম ১০ শতাংশ বেড়েছে।
অন্যদিকে এক দশমিক তিন শতাংশ দাম বেড়েছে চিনির। আগের বছরের তুলনায় চিনির দাম বৃদ্ধির হারও ৩৪ শতাংশে ঠেকেছে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন