নেদারল্যান্ডসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
নেদারল্যান্ডসে একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের অনেকের অবস্থা গুরুতর। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দেশটির হেগ শহরের পূর্ব দিকে ভুর্সকোটেন গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খবর- রয়টার্স।
অগ্নিনির্বাপক বিভাগের মুখপাত্র ডাচ রেডিওকে জানান, আহত ১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীবাহী ট্রেনটি লিডেন শহর থেকে হেগ শহরে যাচ্ছিল। পথে সংঘর্ষের পর ট্রেনের সামনের বগিটি লাইনচ্যুত হয়ে মাঠে পড়ে যায়। এতে একটি ট্রেনের পেছনের বগিতে আগুন লেগেছিল। পরে তা নিভিয়ে ফেলা হয়।
জরুরি পরিষেবার সদস্য ও চিকিৎসকেরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন