যুক্তরাষ্ট্রের চালানো হামলায় আইএস এর শীর্ষ নেতার মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ইউরোপে হামলার পরিকল্পনাকারী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় এক নেতাকে সিরিয়ায় হামলা চালিয়ে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এয়ারস্ট্রাইক হামলায় মঙ্গলবার (৪ এপ্রিল) খালিদ আয়েদ আহমেদ আল জাবৌরি মারা গেছেন। তবে সিরিয়ার কোন স্থানে হামলাটি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে সেটি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
তবে যুক্তরাষ্ট্রের চালানো এই হামলায় কোনো সাধারণ মানুষ মারা যায়নি। এছাড়া এখন পর্যন্ত সিরিয়াও এই হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের দাবি, আল জাবৌরি আইএস এর নেতৃত্বের গঠন গড়ে তুলেছেন এবং তার মৃত্যুতে আইএস বিভিন্ন হামলার প্লট তৈরিতে বেশ বেগ পাবে।
বিবৃতিতে দাবি করা হয়েছে, আইএস মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহতভাবে হুমকির কারণ হয়ে আছে। তবে আল জাবৌরি ইউরোপে কোন হামলার পরিকল্পনাকারী, সেটি নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন