ইতালিতে সরকারি কাজে ইংরেজি ব্যবহার বন্ধের প্রস্তাব
ইতালির সরকারি ও বেসরকারি কাজে ইংরেজি বা অন্য কোনো ভাষার শব্দ ব্যবহার করলে ১ লাখ ইউরো পর্যন্ত জরিমানার প্রস্তাব আরোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।
নতুন এ আইনে সকল বিদেশী ভাষার কথা বলা হলেও এটি মূলত 'অ্যাংলোম্যানিয়া' বা মাত্রাতিরিক্ত ইংরেজি শব্দের ব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণয়ন করা হচ্ছে। খসড়া আইন অনুযায়ী, এ ধরনের কার্যক্রম ইতালীয় ভাষার 'অবমাননা ও ক্ষতি' করে থাকে।
খসড়া বিলে বলা হয়, 'এটা শুধু ফ্যাশনের বিষয় নয়। ফ্যাশন আসে-যায়। কিন্তু গোটা সমাজের ওপর অ্যাংলোম্যানিয়ার সুদূরপ্রসারী পরিণতি রয়েছে'। বিলটি মেলোনির জাতীয়তাবাদী ব্রাদার্স অব ইতালি পার্টির আইন প্রণেতারা পেশ করেছিলেন। আইনে পরিণত হতে পার্লামেন্টের উভয় কক্ষের দ্বারা এটি অনুমোদিত হতে হবে। কখন এটি ঘটতে পারে তার কোনও ইঙ্গিত ছিল না।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন