লস এঞ্জেলেসে হামের সংক্রমণ, আক্রান্ত ব্যক্তি এলএএক্স-সহ একাধিক স্থানে ভ্রমণ করেছেন
সড়ক দুর্ঘটনায় ইতালিতে বাংলাদেশি নিহত
ইতালির গালারত শহরের কার্দানাল এলাকায় সড়ক দুর্ঘটনায় এনায়েত হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।দুর্ঘটনাটি ইতালি সময় সোমবার বেলা ৪ টার দিকে ঘটলেও মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে পরিবারের কাছে এনায়েতের মৃত্যুর খবর এসে পৌঁছায়।এনায়েত মাদারীপুর শহরের ডনোভান স্কুল রোডের মোতালেব চোকদারের ছেলে।
নিহতের মামা ইতালি প্রবাসী টিপু ফরাজী বলেন, ‘সংসারে অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য ২০০৭ সালে এনায়েত ইতালির গালারত শহরে এসে একটি হোটেলে চাকরি করত। ইতালি সময় সোমবার বেলা ৪ টার দিকে বাসা থেকে হোটেলে গাড়ি চালিয়ে যাওয়ার পথে কার্দানাল গোল চত্বরে এসে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই এনায়েত মারা যায়।’এনায়েতের লাশ যত দ্রুত সম্ভব ইতালি থেকে বাংলাদেশে পাঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
শেয়ার করুন