ইউক্রেনীয় স্টিলের থেকে ১ বছরের জন্য শুল্ক সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
আগামী এক বছরের জন্য ইউক্রেন থেকে আমদানীকৃত স্টিলের ওপর থেকে ট্যারিফ শুল্ক সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে,’ চলমান যুদ্ধে ইউক্রেনের বৃহত্তম স্টিল উৎপাদনকারী গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। মারিপলের স্টিল কারখানা রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সংকল্পের একটি প্রতীকে পরিণত হয়েছে।‘
২০১৮ সালে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানীকৃত স্টিলের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর আদেশ দেন। এপ্রিল মাসে কংগ্রেসের আইনপ্রণেতারা প্রেসিডেন্ট বাইডেনকে অনুরোধ করেন যাতে তিনি এই শুল্ক সরিয়ে নেন।
বিশ্বের ১৩তম বৃহত্তম স্টিল উৎপাদনকারী রাষ্ট্র ইউক্রেন । ইউক্রেনের মোট দেশজ উৎপাদনের প্রায় ১২ শতাংশ স্টিল এবং সংশ্লিষ্ট খাত সম্পর্কিত।
মার্কিন চেম্বার অফ কমার্স উল্লেখ করেছে যে ইউক্রেন ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ১ দশমিক ৯ বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। এটি সমস্ত মার্কিন আমদানির ০ দশমিক ১ শতাংশের কম কিন্তু ইউক্রেনের মোট রপ্তানির প্রায় ২ দশমিক ৮ শতাংশ।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন