৪ লাখ টন শস্য চুরি করেছে রাশিয়া: ইউক্রেন
রাশিয়ার দখলদার বাহিনী দক্ষিণ ইউক্রেন থেকে ৪ লাখ টন শস্য চুরি করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (৫ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক টুইট বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'দখলকৃত দক্ষিণ ইউক্রেনে রাশিয়া অন্তত ৪ লাখ টন শস্য চুরি করেছে। রুশ চোররা বিশ্বে মৃত্যু এবং দুর্ভিক্ষ নিয়ে আসছে।'
তবে ইউক্রেনের এই অভিযোগ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের বিভিন্ন স্থাপনা এবং দূর্গে রাতভর আর্টিলারি হামলা চালানো হয়েছে। এতে ইউক্রেনের ৬ শতাধিক যোদ্ধা নিহত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ৬ শতাধিক ইউক্রেনীয় এবং ৬১ টি ইউনিট অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।'
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন