রাশিয়াকে জবাবদিহিতা দিতে হবে: জেনারেল মার্ক মিলি
ছবি: এলএবাংলাটাইমস
মঙ্গলবারে (২৬ এপ্রিল) মার্কিন সামরিকবাহিনীর চেয়ারম্যান অফ দি জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মার্ক মিলি জানিয়েছেন যে যদি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পরেও কোন শাস্তির সম্মুখীন না হয়, তাহলে সেটির কারণে বিশ্বব্যপী নিরাপত্তার শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে।
মিলি জানান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নির্মিত আন্তজার্তিক শক্তি এবং নিরাপত্তার শৃঙ্খলা নষ্ট হয়ে। মিলি বলে,’ ১৯৪৫ সালের পর আমরা তিলেতিলে একটি কার্যকর শৃঙ্খলা প্রস্তুত করেছি। এই শৃঙ্খলার কারণে আমরা বড় ধরণের যুদ্ধ এড়িয়ে চলতে পেরেছি। উক্ত শৃঙ্খলা অনুযায়ী, একটি বড় দেশ কখনো একটি ছোটদেশে হামলা চালাবে না এবং এখানে সেটিই হচ্ছে।‘
মিলি জানান, যদি রাশিয়া এই আগ্রাসন চালানো পর কোন জবাবদিহিতার সম্মুখীন না হয় তাহলে সেটি এই প্রতিষ্ঠিত শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে।
ইউক্রেনে রাশিয়ার ক্রিয়াকলাপের সম্ভাব্য বৈশ্বিক প্রভাব সম্পর্কে মিলির সতর্কবার্তা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দ্বারা অনুভূত জরুরীতার বর্তমান অনুভূতিকেও তুলে ধরে। যুদ্ধটি একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন