মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং চীনা প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
ছবি: এলএবাংলাটাইমস
বুধবারে (২০ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়ে ফেং-এর সাথে বৈঠকে অংশ নেন।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, অস্টিন এবং ফেং-এর বৈঠক মূলত বাইডেন এবং শি জিনপিং এর বৈঠকের পরবর্তী একটি ধাপ। বাইডেন এবং শি জিনপিং-এর বৈঠকে বাইডেন চীনকে কড়া সর্তকবার্তা দেন যাতে চীন রাশিয়াকে সাহায্য না করে। এই বৈঠকও একই উদ্দেশ্যে ডাকা হয়েছে বলে ধারণা করা হয়েছে।
কিরবি বলেন, ‘অস্টিন এবং জেনারেল ওয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার সামরিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন।’
ইউক্রেন এবং রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক থাকার পরেও চীন ঢালাইভাবে রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছিলো। প্রেসিডেন্ট বাইডেনের সাথে বৈঠকের পর অবশ্য চীন জানিয়েছে যে তাঁরা সর্বদা ‘শান্তির পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে’।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন