ইউক্রেনে হত্যাকাণ্ড ঘটানোর তালিকা করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
ইউক্রেনে হামলা করে দখলের পর যাদের হত্যা করে হবে বা ক্যাম্পে পাঠানো হবে, রাশিয়া এমন তালিকা তৈরি করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের কাছে এই বিষয়ে নির্ভরযোগ্য তালিকা রয়েছে।
পশ্চিমা দেশগুলোর দাবিকৃত সবচেয়ে সাম্প্রতিক তথ্য এটি। তবে ক্রেমলিন সরাসরি এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, ‘হত্যাকাণ্ডের এমন কোনো তালিকার অস্তিত্ব বাস্তবে নেই’।
তবে কিছু পশ্চিমা দেশের কর্তৃপক্ষ জানায়, এগুলো সবই অনুমাননির্ভর। প্রকৃতপক্ষে এমন কিছু নাও ঘটতে পারে।
তবে কোনো রকম নির্দেশনা পেলে রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস এই হত্যাকাণ্ড ঘটানোর দায়িত্বে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আসন্ন ইউক্রেন-রাশিয়া সংঘাতে স্বল্প-পরিচিত ফিফট সার্ভিস গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন