ভারতে মেয়েদের জন্য দাড়িয়ে টয়লেট করার ব্যবস্থা
ভারতে কিংবা বাংলাদেশে রাস্তাঘাটে টয়লেট ব্যবহারের
প্রয়োজন দেখা দিলে পুরুষেরা
হয়তো কখনও কখনও দাঁড়িয়ে
পড়তে পারেন যেখানে সেখানে।
কিন্তু মেয়েদের পক্ষে তা এত সহজ নয়। আর পাবলিক টয়লেটও তত সহজলভ্য নয়। আর যা আছে তার ভেতরেও নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ।
এ ধরনের বিভিন্ন অস্বাস্থ্যকর টয়লেট থেকে ছড়াতে পারে বিভিন্ন রোগ-জীবানু ও ব্যাকটেরিয়ার সংক্রমণ।
কিন্তু এবার ভারতের মহিলাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে তৈরি হল বিশেষ একধরনের কিট।
এটি একবারই ব্যবহারযোগ্য একটি ডিভাইস যার সাহায্যে দাঁড়িয়েই তাদের টয়লেটের কাজটি সারতে পারবেন মেয়েরা।
শেয়ার করুন