তিউনিসিয়ায় সৈকতে হামলায় নিহত ৩৯
তিউনিসিয়ার সমুদ্র সৈকতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এ
ঘটনায় আহত হয়েছে আরও ৩৬ জন।
নিহতদের বেশির ভাগই বিদেশি পর্যটক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি’র।
শুক্রবার উসে শহরের ইম্পেরিয়াল মারহাবা হোটেলের পাশের সৈকতে এ হামলার ঘটনা ঘটে। শহরটি
পর্যটকদের কাছে জনপ্রিয়।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীদের এক জনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়
সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, আরেক জন হামলাকারীকে পুলিশ আটক করেছে।
শেয়ার করুন