কারাবাখে আর্মেনিয়ার আকস্মিক হামলা
নাগার্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী গেরিলা গোষ্ঠীর হামলায় আজারবাইজানের এক সেনা নিহত ও আরেকজন আহত হয়েছেন। কিন্তু এ ঘটনাকে পুরোপুরি অস্বীকার করেছে আর্মেনিয়া কর্তৃপক্ষ।
আর্মেনিয়া ও আজারবাইজান দুই পক্ষ চূড়ান্তভাবে দ্বন্দ্ব অবসানের লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তিতে সই করার কয়েক সপ্তাহ পর আজারবাইজানের সেনারা হতাহত হলো।
সংবাদ মাধ্যম নিউজজে'র বরাতে জানা যায় আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার(২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়,রবিবার আর্মেনিয়ার একটি অবৈধ সশস্ত্র গোষ্ঠী কারাবাখের খোজাবেন্দ এলাকার আগদাম গ্রামে অবস্থিত আজেরি সামরিক বাহিনীর একটি ফাঁড়িতে হামলা চালায়। এতে আমাদের এক সেনা নিহত এবং অন্য একজন আহত হয়েছেন।
আজারবাইজানের মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, পরে আজারবাইজানের সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং আর্মেনীয় সশস্ত্র গোষ্ঠীর সবাইকে নির্মূল করে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ছয় জনের একটি সশস্ত্র দল আজারবাইজানি সেনাদের ওপর হামলা চালায়।
শেয়ার করুন