পাঁচ দশকে প্রথম চুরি, তোলপাড় ‘সৎ’ দ্বীপ
তোলপাড় সারা দ্বীপ৷লোকজনের কপালে চিন্তার ভাঁজ৷দফায় দফায় চলছে বৈঠক৷সবার মুখে একটাই প্রশ্ন, এ কী করে সম্ভব? কারো কারো মন্তব্য, ‘এই দিনও দেখতে হলো’৷ অস্বাভাবিক এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কটল্যান্ডের ছোট একটি দ্বীপ ক্যানায়৷
কিন্তু, কী ঘটেছে? কয়েক দিন আগেই ২৬ জন নাগরিকের এই দ্বীপের একমাত্র দোকানে চুরির ঘটনা ঘটে৷ হ্যাঁ, চুরি সেখানে অস্বাভাবিক ঘটনাই৷ কারণ অপরাধমুক্ত এই দেশে পাঁচ দশকে এই প্রথম এমন ঘটনা ঘটল৷ কোনো অপরাধ না হওয়ায় সেখানে এখন পর্যন্ত কোনো পুলিশ স্টেশন নেই৷ নেই কোনো নিরাপত্তারক্ষীও৷ সেখানকার একটি মাত্র দোকান সর্বক্ষণ সাধারণের জন্য খোলা থাকে৷ দোকানের মালিক না থাকলেও চলে কেনা-বেচা৷জিনিস নিয়ে শুধু দোকানে রাখা খাতায় লিখে রাখতে হয় আর অর্থ জমা দিতে হয় ‘অনেস্টি বক্স’-এ৷
কিন্তু, দোকান ফাঁকা দেখে এই প্রথম সৎ থাকতে পারলেন না এক ব্যক্তি৷চুরি হয়ে গেল দোকানের সর্বস্ব৷এই ঘটনার পরও দোকানে সিসিটিভি ক্যামেরা লাগাতে রাজি নন মালিক৷ কারণ , তার মতে তা সেখানকার আদর্শের সঙ্গে খাপ খায় না৷
শেয়ার করুন