রোজা উপলক্ষে পাকিস্তানি বন্দি মুক্তি ভারতের
পবিত্র রমজানে ভারতে জেলের ভেতর বন্দি থাকা কয়েকজন পাকিস্তানিকে মুক্তি দেয়া হবে বলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ফোনালাপে মোদি এ ঘোষণা দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র জিভিএল নারাসিমা রাও।
ফোনালাপে মোদি প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে জানান, তার সরকার ভারতে আটক বেশ কিছু পাকিস্তানি জেলেকে মুক্তি দেবে। তিনি চান, ওই বন্দিরা পবিত্র রমজানে তার পরিবারের সঙ্গে থেকে রোজা পালন করুক।
নারাসিমাহ রাও বলেন, এ পবিত্র মাসের আগে জেলেদের মুক্তি দেয়া পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ অবস্থানে নেবে বলে আমরা আশা করি।
শেয়ার করুন