ভারতে বিয়ের বাসে বিদ্যুতের তার জড়িয়ে নিহত ২৫
ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি বাস বিদ্যুতের তারে জড়িয়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে রাজস্থানে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর আড়াইটার দিকে টংক জেলার পাচিভার এলাকায় এ ঘটনায় ওই বাসের অধিকাংশ আরোহী ছিলেন পাচিভার গ্রামের। তারা বাসে করে দল বেঁধে এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটি প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরোহীরাও বিদ্যুতায়িত হন। তাই বাসের বাইরে কেউ আসতে পারেননি। তবে তার ছিঁড়ে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের একটি অংশ প্রাণে বেঁচে যান। তাদেরকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এক টুইট বার্তায় জানান, দুর্ঘটনাস্থলে সাহায্য পাঠানো হচ্ছে।
শেয়ার করুন