লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
করোনায় ভারতে ৫০ হাজার মৃত্যু ছাড়ালো
ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ হাজার ৯২১ জন। গত এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪১ জন।
সোমবার (১৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্যা টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানায়।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ৯৮১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ৮৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৫৮৪ জন। সুস্থতার হার ৭২ দশমিক ৫১ শতাংশ।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
শেয়ার করুন