করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা আন্তোনিও বান্দেরাস
ছবিঃ এলএ বাংলা টাইমস
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিখ্যাত স্প্যানিশ অভিনেতা, প্রডিউসার এবং ডিরেক্টর আন্তোনিও বান্দেরাস।
সোমবার (১০ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম একাউন্টের মাধ্যমে ৬০তম জন্মবার্ষিকীতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন তিনি।
ইনস্টাগ্রাম বার্তায় তিনি লিখেন, ভেবেছিলাম নিজের জন্মদিনে আজ জনসম্মুখে আসবো। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বাধ্য হয়েই কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
বার্তার সাথে নিজের ছোটবেলার একটি ছবি যোগ করে তিনি লিখেন, আমি এখন পর্যন্ত শারীরিকভাবে ভালো বোধ করছি। কিন্তু দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছি। তবে আমি আশাবাদী দ্রুত আমি সুস্থ হয়ে উঠবো।
কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তিনি লেখালেখি ও বইপত্র পড়ে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান বিখ্যাত এই অভিনেতা।
উল্লেখ্য, কিংবদন্তী সিনেমা 'দ্যা মাস্ক অব জরো' ও 'ওয়ানস আপোন আ টাইম ইন ম্যাক্সিকো' খ্যাত এই তারকা স্পেন ও স্পেনের বাইরে সমান জনপ্রিয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন