আমেরিকাতে মহানবী (সঃ) কে নিয়ে কার্টুন প্রদর্শনী করে অবমাননা : গোলাগুলিতে নিহত ২
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক কার্টুন প্রদর্শনীর বাইরে গোলাগুলি
শুরুর পর পুলিশের গুলিতে দুই অস্ত্রধারী নিহত হয়েছেন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গারল্যান্ডের ডালাসেকার্টিস কুলওয়েল সেন্টারের বাইরে স্থানীয় সময় রোববারসন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।বিবিসির খবরে বলা হয়, হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে আঁকাকার্টুনের এই প্রদর্শনীতে নেদারল্যান্ডসের ইসলামবিরোধীরাজনীতিবিদ গির্ট ওয়াইল্ডার্সও অংশ নিতে এসেছিলেন।গোলাগুলির ঘটনায় একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।হামলার পর সবাইকে সরিয়ে নিয়ে ওই প্রদর্শনী কেন্দ্র বন্ধকরে দিয়েছে পুলিশ।নবীর কার্টুন নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিকহামলা ও হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটল।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই অস্ত্রধারী একটিগাড়িতে করে এসে প্রদর্শনী কেন্দ্রের বাইরে নামে এবংনিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তার দিকে গুলি শুরুকরে। এরপর গারল্যান্ড পুলিশ পাল্টা গুলি চালালে দুইবন্দুকধারী নিহত হয়।অনলাইনে শহর কর্তৃপক্ষের দেওয়া এক বার্তায় জানানোহয়, এ ঘটনায় আহত পুলিশ সদস্য আশঙ্কামুক্ত।তবে হামলাকারীদের পরিচয় বা তাদের উদ্দেশ্য সম্পর্কেতাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি গারল্যান্ডপুলিশ।ডালাসে এই প্রদর্শনীর আয়োজন করে আমেরিকান ফ্রিডমডিফেন্স ইনিশিয়েটিভ নামের একটি সংগঠন, যারা নিউ ইয়র্কেওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে ইসলামিক সেন্টার নির্মাণেরবিরোধিতা করেছিল।গারল্যান্ডের যে প্রদর্শনী কেন্দ্রে রোববারের কার্টুনপ্রদর্শনীর আয়োজন করা হয়, সেখানেই গত জানুয়ারিতেস্থানীয় একটি ইসলামিক সেন্টারের জন্য তহবিল সংগ্রহেরঅনুষ্ঠান হয়েছিল। সে সময় এর বিরোধীরা কার্টিস কুলওয়েলসেন্টারের বাইরে বিক্ষোভও দেখিয়েছিল।ইসলামী বিশ্বাস অনুযায়ী, নবীর ছবি আঁকা নিষিদ্ধ। ২০০৬সালে ডেনমার্কের জাইল্যান্ডস -পোস্টেন নামের একটিপত্রিকা মুহাম্মদকে (স.) নিয়ে কার্টুন প্রকাশ করলে ব্যাপকবিক্ষোভ ছড়িয়ে পড়ে।চলতি মাসের জানুয়ারিতে প্যারিসে একই ধরনের কার্টুনপ্রকাশ করায় ফরাসি বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুতেহামলা চালিয়ে ১২ জনকে গুলি করে হত্যা করে দুইবন্দুকধারী।
শেয়ার করুন