শুক্রবার আবারও লস এঞ্জেলেসে বৃষ্টি, তবে সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকবে
তাঁবুতে রাত কাটালেন নেপালের প্রেসিডেন্ট
যদি ভেঙে পড়ে শতাধিক বছরের পুরনো ভবন।
সেই আতঙ্কে নিরাপত্তারক্ষীকে নিয়ে তাঁবুতেইরাত কাটালেন নেপালের প্রেসিডেন্ট রাম বরণযাদব। পরাঘাতে আবারও কেঁপে উঠতে পারেজনপদ, এই ভয়েই তাঁবুতে কাটিয়েছেন তিনি।প্রেসিডেন্ট ভবনের অফিস ঘরে ইতিমধ্যেই চিড়ধরেছে। আরও ক্ষতি হতে পারে এই আশঙ্কাতেইতাবু টানিয়ে রাত কাটালেন তিনি।রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’ ১৫০ বছর আগেবৃটিশ কায়দায় তৈরি। আগে এই ভবন ব্যবহারকরতেন বৃটিশ প্রশাসক।ভবনটির রান্নাঘরসহ বিভিন্ন জায়গায় ফাটলধরেছে ইতিমধ্যেই। নেপাল সরকারের তরফথেকে জানানো হয়েছে এখনও তাঁবুতেই আছেন ওইপ্রেসিডেন্ট।শনিবারের ভূমিকম্পের পর রোববার দুপুরেওপরাঘাতে কেঁপে ওঠে নেপাল। প্রধানমন্ত্রী সুরেশকৈরালার বাসভবনেও ফাটল ধরেছে ভূমিকম্পে।
শেয়ার করুন