আফগানিস্তানে তালেবান হামলায় ১১ সেনা-পুলিশ নিহত
আফগানিস্তানে সেনাবাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে তালেবানের হামলায় ১১ সেনা ও পুলিশ নিহত হয়েছেন।
দেশটির সরকার ঘোষিত আলোচক দলের সঙ্গে সংলাপে বসতে তালেবান গোষ্ঠী অস্বীকৃতি জানানোর একদিন পর এ হামলার খবর এলো। খবর আলজাজিরার।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তালেবান গোষ্ঠী সোমবার শেষ বেলায় দেশটির দক্ষিণাঞ্চীয় জাবুলপ্রদেশের আঘ্রাহানদাব জেলায় আফগান সেনাবাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে হামলা চালালে এসব সেনা নিহত হন।
এ সময় দুপক্ষের সংঘর্ষে কয়েকজন তালেবানও নিহত হন বলেও বিবৃতিতে বলা হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার না করলেও সরকারের ধারণা এটি তালেবানদেরই কাজ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তালেবান পিছু হটতে বাধ্য হয়। তবে দুঃখজনকভাবে ছয় সেনা নিহত হয়েছেন।
তবে জাবুলে একটি আফগান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, এটি আফগান সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দল ছিল এবং এতে কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছেন।
এ সময় অনুপ্রবেশকারী দুষ্কৃতকারীরা বেশ কিছু অস্ত্র নিয়ে ওই এলাকা পালিয়ে গেছে বলেও ওই সূত্রটি জানিয়েছে।
তবে জাবুলপ্রদেশের গভর্নর রাহমাতুল্লাহ ইয়ারমাল সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে তালেবানদের পক্ষ থেকে হামলার দায়িত্ব স্বীকার করা হয়নি।
এলএবাংলাটাইমস/এম/এইচ/টি
শেয়ার করুন