লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
ভারতে করোনায় আরেকজনের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা তিন জনে দাঁড়ালো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৬৪ বছর বয়সী ওই বৃদ্ধ নারী মহারাষ্ট্রে মারা গেছেন। তিনি মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন। এর আগে ভারতে করোনায় ৬৮ বছর বয়সী নারী ও আরেক ৭৬ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু হয়।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১২৫। প্রতিনিয়ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর এখন পর্যন্ত ১৪৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
ইতিমধ্যে এই ভাইরাসে বিশ্বের ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। এর মধ্যে চীনে তিন হাজারের বেশি জন মারা গেছেন।
শেয়ার করুন