লন্ডনে ছুরি হামলা, আহত ৪
লন্ডনের ওয়ালথামস্টো এলাকার ব্যস্ত রাস্তায় ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
লন্ডন পুলিশের পক্ষ থেকে বলা হয়, আহতরা সবাই ১৫ থেকে ১৬ বছরের কিশোর। তাদের প্রত্যেকের শরীরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে সাতজনকে তারা আটক করা হয়েছে।
এর আগেও গত ২ ফেব্রুয়ারি দক্ষিণ লন্ডনের স্ট্রিথহ্যামে কয়েকজনকে ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ২১ ফেব্রুয়ারিতেও লন্ডন শহরের কেন্দ্রে এক মসজিদের ভেতরে ছুরি হামলায় হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেয়ার করুন