স্যান বার্নার্ডিনো কাউন্টিতে মোটেল রুমের দেয়াল ভেদ করে গুলি: বন্দুকধারী পলাতক
যুক্তরাষ্ট্রে করোনা রোগী ১ হাজার ছাড়ালো, শূন্যে নামানোর ঘোষণা ট্রাম্পের
প্রাণঘাতী করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের ৩৭ টি রাজ্যে হানা দিয়েছে। সেইসঙ্গে মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মৃত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, শিগগিরই যুক্তরাষ্ট্রে করোনা রোগী শুন্যে নামবে। কিন্তু দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়ালো।
গত ২৬ ফেব্রুয়ারি এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ১৫ জন আক্রান্ত হয়েছে এবং এই সংখ্যা কয়েক দিনের মধ্যে শূন্যে নেমে আসবে। এটি একটি দুর্দান্ত কাজ যা আমরা করেছি।
দেশটির ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক রাজ্যে করোনার ভয়াবহতা বেশি। বুধবার ওয়াশিংটনের গভর্নর রাজ্যটিতে সভা ও ২৫০ জন উপস্থিত হতে পারে এমন অনুষ্ঠান নিষিদ্ধ করেছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১০০টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। চীনের বাইরে ইতালি, ইরান দক্ষিণ কোরিয়ায় ইতিমধ্যে এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।
শেয়ার করুন