ভারতে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ৩৯
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার (৭ মার্চ) আরও ৩ জন ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯।
পরিস্থিতি মোকাবিলায় এদিন উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কোথায় কোথায় কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা প্রয়োজন তা চিহ্নত করার পাশাপাশি ভবিষ্যতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়লে অসুস্থদের চিকিৎসা পরিষেবা দেওয়ার বন্দোবস্ত প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার লাদাখ থেকে দুজন এবং তামিলনাড়ুতে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। লাদাখের আক্রান্ত দুই ব্যক্তিই ইরান সফরের অতীত ইতিহাস আছে। অন্যদিকে আক্রান্ত তামিলনাড়ুর বাসিন্দা ওমানে গিয়েছিলেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে নাগরিকদের চীন, ইরান, কোরিয়া, জাপান এবং ইতালিসহ করোনাপ্রভাবিত দেশে যাওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ৬০০ জন দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। বিশ্বের ১০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শেয়ার করুন