শুক্রবার আবারও লস এঞ্জেলেসে বৃষ্টি, তবে সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকবে
আমেরিকায় ফের কৃষ্ণাঙ্গ হত্যায় অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ (ভিডিও সহ)
মার্কিন যুক্তরাষ্ট্রে আবার এক
কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছেমাইকেল স্লেজার (৩৩) নামের একশ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা।এ ঘটনারপর মোবাইল ভিডিও দেখে মঙ্গলবার ওইপুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছেপুলিশ। পরে তাকে হত্যার দায়েঅভিযুক্তও করা হয়েছে।ভিডিও দেখা যায়, সাউথক্যারোলাইনার নর্থ চার্লসস্টোনশহরের বাসিন্দা ওয়ালটার স্কটস্পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকেপেছন থেকে আটবার গুলি করে ওই পুলিশকর্মকর্তা। তারপর এগিয়ে গিয়ে পুলিশমাটিতে পড়ে থাকা স্কটকে হাতকড়াপরায়। পথচারীদের তোলা ওই ঘটনারভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপকসমালোচনা শুরু হয়।তদন্তকারী কর্তৃপক্ষ বলছে, স্কটকেবন্দুক দিয়ে গুলি করে হত্যা করে ওইকর্মকর্তা। এ ঘটনায় যুক্তরাষ্ট্রেরবিচার বিভাগ একটি তদন্ত কমিটিগঠন করতে যাচ্ছে।ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারেরবিষয়টি নিশ্চিত করেন নর্থচার্লসস্টোনের মেয়র কেনেথ স্যামি।অভিযুক্ত পুলিশ কর্মকর্তার উদ্দেশেতিনি বলেন, ‘আপনি ভুল, আপনি ভুলকরেছেন। রাস্তায় জনগণের নিরাপত্তাযখন আপনার কাঁধে, তখন আপনি এটাকরতে পারেন না। আপনি খুব খারাপসিদ্ধান্ত নিয়েছেন। ওই সিদ্ধান্তেরফল নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে।’উল্লেখ্য, গত ১২ মাসে পুলিশের হাতেএ নিয়ে তিন কৃষ্ণাঙ্গ মার্কিন নিহতহয়েছে। একইভাবে কৃষ্ণাঙ্গদের হাতেশ্বেতাঙ্গ পুলিশ নিহতের ঘটনাওঘটেছে দেশটিতে।
ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=a4f45msfgpM
শেয়ার করুন