শুক্রবার আবারও লস এঞ্জেলেসে বৃষ্টি, তবে সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকবে
উল্টো দুনিয়ার উল্টো বাড়ি !
২০০৪ সালের ৪ সেপ্টেম্বর জার্মানির মেকলেনবুর্গ
ফোয়রপমার্ন রাজ্যের ট্রাসেনহাইডে-তে নির্মাণ করাহয় অদ্ভুত এই বাড়ি৷ জার্মান ভাষায় বাড়িটির নাম,‘ডি ভেল্ট শ্টেট কপ্ফ’, অর্থাৎ ‘পৃথিবীটা মাথারওপরে দাঁড়িয়ে’৷ সত্যিই তাই৷ বাংলায় ‘হেঁট মুণ্ডু ঊর্ধ্বপদ’ বলে একটা কথা আছে, ঠিক সেভাবে এ বাড়িরছাদটা নীচে, আর নীচে থাকার জিনিসগুলো সব ওপরে৷পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে এই বাড়ি৷
শেয়ার করুন