আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে

        যুক্তরাষ্ট্র কি মন্দার পথে যাচ্ছে, কী বলছেন ট্রাম্প

        সাতজন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন

        জেলের দাগ একবার যার লাগছে, সেই দাগি...

        রাশিয়ার সঙ্গে স্থলযুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন, বিরতি চায় আকাশ ও নৌপথে

        যে অভিযোগে গ্রেপ্তার হল ফিলিপাইনে সাবেক প্রেসিডেন্ট

        জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহাল করা হয়েছে

        রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো প্রশ্নে রুল জারি হাইকোর্টের

        বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

        প্রবাসীদের জন্য প্রক্সি ভোটসহ তিনটি পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন

        ইউরিক অ্যাসিড কমাতে উপকারী হচ্ছে ড্রাই ফ্রুটস

        রংপুর-ময়মনসিংহ-সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে

        দুই শক্তিশালী ঝড়ের আঘাতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

        লস এঞ্জেলেসে ট্রেনের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু

        রোজা রেখেই খেলছেন লামিনে ইয়ামাল

        ফিল্মফেয়ারে মোশাররফ-চঞ্চলের মর্যাদার লড়াই। কে হাসবেন বিজয়ের হাসি ?

        নারীর প্রতি সহিংসতার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা

        এক্সবিভ্রাটে সাইবার হামলাকে দুষলেন ইলন মাস্ক

        আদিবাসীদের সামাজিক উৎসবগুলোতে ছুটির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়

        হার্দিক বললেন, ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং’

আফগানিস্তানে সড়কে পুঁতে রাখা বোমায় একই পরিবারের নিহত ১০

আফগানিস্তানে সড়কে পুঁতে রাখা বোমায় একই পরিবারের নিহত ১০

আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, মঙ্গলবারের ওই বিস্ফোরণে নিহতদের মধ্যে তিন নারী ও দুই শিশু রয়েছেন।

পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন অনলাইনের খবরে এমন তথ্য জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের খোশতপ্রদেশে। সেখানকার গভর্নর হালিম ফিদাই বলেন, ওই পরিবারটি পার্শ্ববর্তী প্রদেশে যাচ্ছিলেন। মূল সড়কে পুঁতে রাখা বোমায় গাড়িটি আঘাত লাগলে এ বিস্ফোরণ ঘটে।

উত্তর বালখপ্রদেশে একই রকম আরেকটি ঘটনায় ১৮ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। প্রদেশটির পুলিশপ্রধানের মুখপাত্র আদিল শাহ আদিল এমন তথ্য জানিয়েছেন।

পাহাড়ে ব্যাপক তুষারপাতের কারণে শীতে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে লড়াইয়ে স্থবিরতা চলছে। শীতের মাসকে বিদ্রোহীরা বিশ্রাম ও পরবর্তী বসন্ত মৌসুমের হামলার জন্য একত্রিত হওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু দেশজুড়ে রাস্তার পাশে বিস্ফোরক স্থাপন করে রাখার ঘটনা অব্যাহত রয়েছে।

চলতি মাসে তালেবানের সঙ্গে মার্কিন আলোচক জালমি খলিলজাদ নতুন করে আলোচনা শুরু করার পর গত সোমবার কাবুল সফরে যান রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত আঠারো বছরের যুদ্ধের অবসানে দুপক্ষই একটি অস্ত্রবিরতি পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছে।

গ্রাহাম বলেন, মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগ হবে বড় ধরনের ভুল। তবে সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্তে তার সায় রয়েছে।

তিনি আরও বলেন, আসছে বছরে আমাদের বাহিনীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। আফগান নিরাপত্তা বাহিনী অনেক সক্ষম হয়েছে। তারা সক্ষমতা অর্জন করছে। কাজই মার্কিন বাহিনীর সংখ্যা প্রয়োজনমাফিক কমানো যেতে পারে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা কমে আট হাজার ৬০০-তে পৌঁছাতে পারে। আফগান নিরাপত্তা বাহিনীকে পরামর্শ দেয়ার পাশাপাশি সন্ত্রাসীবিরোধী অভিযান তারা এখনও অব্যাহত রেখেছে।

দেশটিতে বর্তমানে ১৩ হাজার মার্কিন সেনা রয়েছে। এ ছাড়া আরও দুই হাজারের মতো ন্যাটো সেনা অবস্থান করছে আফগানিস্তানে।

শেয়ার করুন

পাঠকের মতামত