ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান
ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রতিবাদে তাকে বহিষ্কার করা হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, বুধবার (৭ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের জের ধরে বুধবার দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কও সীমিত করার ঘোষণা দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সাথে সাথে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের সিদ্ধান্তও নিয়েছে দেশটি।
উল্লেখ্য, সোমবার (৫ আগস্ট) ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ তুলে নেয় কেন্দ্রীয় সরকার। । জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ভারতের পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মীর জুড়ে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে । গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক বিরোধী পক্ষের নেতাকে। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পুরো জম্মু-কাশ্মীর জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
শেয়ার করুন