মৌলভীবাজারের জুড়ীতে ভাতিজার দা য়ের আ ঘা তে চাচা গুরুতর আ হ ত
দীর্ঘ বিরতির পর নতুন রূপে ফিরলেন জনি ডেপ
ডিভোর্সের পর অনেকদিন পর হলিউড তারকা জনি ডেপকে অভিনয় করতে দেখা যায়নি। এবার দীর্ঘ বিরতির পরে নতুন রূপে সিনেমায় ফিরছেন বিশ্ববিখ্যাত এই অভিনেতা।
জনি ডেপের ফেরা নিয়ে ভ্যারাইটি লিখেছেন, ডে ড্রিংকার সিনেমায় তাকে দেখা যাবে। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নগেট সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেই লুকে দেখা যায়, কোট গায়ে একদমই নতুন লুকে এই অভিনেতা। মাথার চুল ও দাড়ি–গোঁফ সাদা। একটি ডেস্কের ওপর বাঁ হাত রাখা। ডান হাতে গ্লাস।
জানা গেছে, রহস্যজনক এক চরিত্রে জনি ডেপকে দেখা যাবে, প্রেমিকাকে হারিয়ে যে নতুন করে জীবন শুরু করে। সেই সময় অপ্রত্যাশিত এক ঘটনায় সে অপরাধে জড়িয়ে পড়ে। থ্রিলার সিনেমাটি নির্মাণ করছেন ফাইভ হানড্রেড ডেজ অব সামার, স্নো হোয়াইটখ্যাত পরিচালক মার্ক ওয়েব। সিনেমাটির শুটিং হচ্ছে স্পেনে।
পরিচালক ওয়েব ভ্যারাইটিকে বলে, ‘জনি ডেপ, পেনেলোপে ক্রুজদের মতো অসাধারণ জুটিকে নিয়ে শুটিং শুরু করতে পেরে আমি খুবই এক্সসাইটেড। সুন্দর একটি ইউনিট নিয়ে রোমাঞ্চে ভরপুর একটি গল্পের শুটিং করছি। এটা অসাধারণ মজার একটি গল্প হবে।’
২০১৬ সালে জনি ডেপের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেন অ্যাম্বার হার্ড। এই ঘটনার জের ধরে অভিনয় থেকে দূরে ছিলেন জনি। দীর্ঘ প্রায় তিন বছর নতুন সিনেমায় নাম লেখাননি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানখ্যাত তারকা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন